নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসমাগম এবং পিকনিক স্পটের পর্যটন লাইসেন্স না থাকায় শিক্ষকদের মিলনমেলা পণ্ড করে দিয়েছে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় আয়োজক শিক্ষক সংগঠনের নেতাকে ৫০ হাজার এবং পিকনিক স্পট কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের উদ্যোগ মহানগরীর নীলেরপাড়া এলাকায় সবুজ ছায়া পিকনিক স্পটে শিক্ষক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিটি মেয়র জায়েদা খাতুন ও সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের উপস্থিত থাকার কথা ছিল।
খবর পেয়ে দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের দুইজন সিনিয়র সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) ওই স্পটে অভিযান পরিচালনা করেন। পরে তারা শিক্ষক নেতাদের ডেকে এনে অনুষ্ঠানের অনুমতি দেখাতে বলেন। প্রশাসনের অনুমতি দেখাতে না পারায় মঞ্চের সাউন্ড সিস্টেম এবং ব্যানার খুলে ফেলা হয়।
পরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুর রহমান মাসুদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন। আর পিকনিক স্পটের লাইসেন্স না থাকায় স্পটের কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ খান।
গাজীপুরের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।